২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

২০২০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৫৪

বাংলাদেশ ও বিশ্বপরিচয় দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন
-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন’ থেকে আরো ১৩টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
১৭। ---- থেকে ---- সাল পর্যন্ত একশ’ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।
উত্তর : ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত একশ’ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।
১৮। লর্ড ক্লাইভ ছিলেন কোম্পানির --- শাসনকর্তা।
উত্তর : লর্ড ক্লাইভ ছিলেন কোম্পানির প্রথম শাসনকর্তা।
১৯। কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয় --- সালে।
উত্তর : কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয় ১৮৫৭ সালে।
২০। ‘ভাগ করো শাসন করো’ নীতিটি --- শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল।
উত্তর : ‘ভাগ করো শাসন করো’ নীতিটি ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল।
২১। এ দেশে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল নিজেদের লাভ ও --- ।
উত্তর : এ দেশে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল নিজেদের লাভ ও শোষণ।
২২। ইংরেজ শাসনকালে প্রচুর সম্পদ ও --- এ দেশ থেকে পাচার হয়ে যায়।
উত্তর : ইংরেজ শাসনকালে প্রচুর সম্পদ ও অর্থ এ দেশ থেকে পাচার হয়ে যায়।
২৩। কোম্পানি শাসনের সময়ে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসে --- নামে পরিচিত।
উত্তর : কোম্পানি শাসনের সময়ে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
২৪। ইংরেজদের মাধ্যমে এই দেশে --- শিক্ষার প্রচলন হয়।
উত্তর : ইংরেজদের মাধ্যমে এই দেশে ইংরেজি শিক্ষার প্রচলন হয়।
২৫। রেলগাড়ি, টেলিগ্রাফের প্রচলনের ফলে --- ব্যবস্থার বিশেষ উন্নতি হয়।
উত্তর : রেলগাড়ি, টেলিগ্রাফের প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়।
২৬। --- শতকের শেষভাগ থেকে --- শতক পর্যন্ত বাংলায় একাধিক প্রতিরোধ আন্দোলন হয়েছে।
উত্তর : আঠারো শতকের শেষভাগ থেকে উনিশ শতক পর্যন্ত বাংলায় একাধিক প্রতিরোধ আন্দোলন হয়েছে।
২৭। বর্তমান ভারতের পশ্চিম বাংলার চব্বিশপরগনা জেলার --- গ্রামে একটি বাঁশের কেল্লা আছে।
উত্তর : বর্তমান ভারতের পশ্চিম বাংলার চব্বিশপরগনা জেলার নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা আছে।
২৮। তিতুমীর --- অবস্থায় মারা যান।
উত্তর : তিতুমীর যুদ্ধরত অবস্থায় মারা যান।
২৯। সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে --- করা।
উত্তর : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা।

 


আরো সংবাদ



premium cement
আফগান সীমান্তের কাছে গুলি, ৬ পাকিস্তানি সেনা নিহত রাঙামাটি ও খাগড়াছড়িতে নিহত ৪, ১৪৪ ধারা জারি রাজধানীতে সংঘর্ষে ২ যুবক নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতেছিল আ’লীগ : হামিদ আজাদ ভাইকে হত্যা করাতে ১৪ মাসের ষড়যন্ত্র ভান্ডালজুড়ি শোধনাগার প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের মানববন্ধন

সকল